বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ০৯:৫৫ পূর্বাহ্ন
গোপনীয়তা সুরক্ষা নীতি

 

  • সমসমাজ ওয়েবসাইট  ব্যবহারের সময় পাঠকের ব্যক্তিগত তথ্য নিরাপদ রাখতে বদ্ধপরিকর সমসমাজ ।
  • সমসমাজ ওয়েবসাইট ব্যবহার করতে কখনই ব্যক্তিগত তথ্য জানাতে হবে না।
  • সমসমাজ ওয়েবসাইটগুলোতে তৃতীয় কোন পক্ষের মালিকানাধীন ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকতে পারে । বাইরের এ সব ওয়েবসাইটের বিষয়বস্তুর ব্যাপারে সমসমাজের কোন দায়বদ্ধতা নেই। পাঠক নিজ দায়িত্বে এগুলো ব্যবহার করতে পারেন।
  • সমসমাজ কখনোই লেখকের ব্যাক্তিগত তথ্য প্রকাশ করবে না।
  • সমসমাজ লেখকের ইমেইল বা অন্য কোন যোগাযোগের মাধ্যম কখনোই পাঠককে সরবরাহ করবে না।
  • সমসমাজের সাথে যে কোন যোগাযোগ, প্রকাশিত ও অপ্রকাশিত লেখা যুক্তিসঙ্গত সময় পর্যন্ত সংরক্ষণ করা হবে।
  • আইনগত বাধ্যবাধকতা না থাকলে সমসমাজ লেখক ও পাঠকের দেওয়া তথ্য গোপন রাখবে।
error: Content is protected !!