বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ১১:৫৯ পূর্বাহ্ন

‘ছিয়াত্তরের ক্ষুদিরাম’- লেখক : সাইফুল ইসলাম।

লেখক
বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

লেফটেন্যান্ট কর্নেল আবু তাহের, বীর উত্তম (১৪ নভেম্বর ১৯৩৮ – ২১ জুলাই ১৯৭৬) । তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীর একজন মেধাবী সেনা অফিসার ছিলেন। মুক্তিযুদ্ধের সময় প্রথম দিকে তিনি পশ্চিম পাকিস্তানে আটকা পড়েছিলেন। তিনি সহ কয়েকজন বাঙালি সেনা অফিসার সেখান থেকে কৌশলে পালিয়ে এসে মুক্তিযুদ্ধে অংশ নেন। ১১ নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন তিনি। যুদ্ধের সময় সম্মুখ সমরে আহত হয়ে একটি পা হারান। মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখার জন্য তিনি বীর উত্তম খেতাব লাভ করেন। এছাড়াও তিনি ছিলেন১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহী-জনতার বিপ্লবের মূল পরিকল্পনাকারী ও পরিচালনাকারী ছিলেন কর্নেল আবু তাহের। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অমীমাংসিত একটি চরিত্র কর্নেল তাহের। তাঁকে ঘিরে অস্পষ্টতা আছে, আছে বিতর্ক, বর্ণাঢ্যতাও। স্বপ্ন দেখা বয়সের নাম কৈশোর। আবু তাহের সে বয়সেই স্বপ্ন দেখতে শুরু করেন, দেশ ও দেশের মানুষের স্বাধীনতার জন্য তিনি লড়বেন। সেই বীর মুক্তিযোদ্ধা আবু তাহের বীর উত্তমকে নিয়ে জীবনীগ্রন্থ

‘ছিয়াত্তরের ক্ষুদিরাম’
লেখক: সাইফুল ইসলাম
প্রচ্ছদ ও অলংকরণ: আল আযম খান
প্রকাশক: কারুকাজ প্রকাশনা
মূল্য : ১৮০ টাকা
পাওয়া যাচ্ছে বাংলা একাডেমি বইমেলার ১০৮ নম্বর স্টলে।

 


একই ঘরনার সংবাদ
error: Content is protected !!
error: Content is protected !!