বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ০৭:১০ অপরাহ্ন

‘ জুলাই বিপ্লবের ঘোষণা ‘: ৩১ ডিসেম্বর ২৪ !

লেখক
রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫

📍
৩১ ডিসেম্বর ২০২৪ ! দেশে কি কিছু ঘটতে যাচ্ছে? সচিবালয়ের আগুনের পর হটাৎ করে ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ ঘোষণার সংবাদ প্রথমে সামাজিক যোগাযোগ মাধ্যমে সয়লাব হয়। পরে সংবাদ পত্র ও অন্যান্য গণ মাধ্যমে বিষয়টি সামনে আসে। সচিবালয়ে আগুনের ঘটনা থেকে চোখ ফেরানোর উদ্যোগ কিনা তা ভেবে দেখার বিষয়।

‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘বাহাত্তরের সংবিধানের মূলনীতিগুলোর মাধ্যমে ভারতীয় আগ্রাসনের “ইনস্টলমেন্ট” (স্থাপন করা) হয়েছে। ঘোষণাপত্রে স্পষ্ট করা হবে, মুজিববাদী সংবিধান কীভাবে গণমানুষের আকাঙ্ক্ষাকে বিনষ্ট করেছে এবং ঠিক কীভাবে আমরা এটার রিপ্লেসমেন্ট করতে চাই।’ বাংলাদেশের সংবিধানের মূল নীতি গুলো কি এবং কিভাবে ভারতীয় আগ্রাসনের “ইনস্টলমেন্ট” (স্থাপন করা) হয়েছে, তা বিশ্লেষণ অতি দরকারি।
📍
সংবিধানের চারটি মৌলিক নীতি —জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও মানবাধিকার, এবং ধর্মনিরপেক্ষতা। বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয় হয়েছে জাতীয়তাবাদ এবং গণতন্ত্র আন্দোলনের মধ্যে দিয়ে। অখন্ড পাকিস্তানের শাসক গোষ্ঠী বাংলাদেশ অঞ্চল সহ বর্তমান পাকিস্তানের অন্যান্য প্রদেশ গুলোতে গণতন্ত্রের জন্য সংগ্রাম করছিল। এই সংগ্রামের ধারাবহিকতায় বাংলাদেশ রাষ্ট্রের সৃষ্টি। বেলুচিস্তানে স্বাধীনতার আন্দোলন ধিকধিক করে জ্বলছে ১৯৪৮ সাল থেকেই। ১৯৫২ সালের ভাষা আন্দোলন ছিল অখন্ড পাকিস্তানের সকল ভাষার সমানাধিকারের আন্দোলন। পাঞ্জাবি, সিন্ধি , বেলুচ , বাংলা পৃথক ভাষা। এই ভাষা গুলোর উপরে উর্দুকে চাপিয়ে দেওয়ার চেষ্টার বিরুদ্ধে ছিল ভাষা আন্দোলন। এই আন্দোলনের শুরু পাকিস্তান সৃষ্টির শুরুতেই।
📍
১৯৭২ সালের সংবিধানের চার মূলনীতি দীর্ঘ মুক্তি সংগ্রামের ফসল। ১৯৪৮-৫২ সালে ভাষা আন্দোলনের মধ্য দিয়ে ভাষাভিত্তিক বাঙালি জাতীয়তাবাদের সূচনা হয়। এই ভাষা ভিত্তিক জাতীয়তাবাদ ভারত – পাকিস্তানের ভৌগোলিক অখণ্ডতার জন্য হুমকি স্বরুপ এবং জাতীয়তাবাদী আন্দোলনের অনুপ্রেণা। পক্ষান্তরে পাকিস্তান রাষ্ট্রের জাতীয়তার ধর্মভিত্তিক জাতীয়তাবাদ। ধর্মভিত্তিক জাতীয়তার কোন ভাবেই কৃত্রিম এবং ভঙ্গুর। ধর্মের ভিত্তিতে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশ গুলো এক দেশ গঠন করতে সক্ষম হয়নি। ভাষার মিল থাকার পরেও মুসলিম দেশ গুলো পৃথক দেশ। পক্ষান্তরে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি ধর্ম নয়- ভাষা, বাংলা ভাষা। ভাষার কোনো ধর্মীয় পরিচয় নেই। ভাষা ধর্মনিরপেক্ষ। বাংলা ভাষা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টান সবার মাতৃভাষা। সংবিধানের চার মূলনীতি ভারত থেকেও আমদানি করা হয়নি।

📍
জরুরি সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের মাধ্যমে মুজিববাদী সংবিধানের কবর রচিত হবে। ১৯৭২ সালের বাংলাদেশের সংবিধানের সীমাবদ্ধতা রয়েছে। পরিবর্তন / সংশোধনীর প্রয়োজনীয়তাকে অস্বীকার করার উপায় নেই। তবে সীমাবদ্ধতা সহ রাংলাদেশ রাষ্ট্রের শুরু এই সংবিধান। এই সংবিধান কোন ভাবেই মুজিববাদী সংবিধান নয়।

জরুরি সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের মাধ্যমে মুজিববাদী সংবিধানের কবর রচিত হবে। ১৯৭২ সালের বাংলাদেশের সংবিধানের সীমাবদ্ধতা রয়েছে। পরিবর্তন / সংশোধনীর প্রয়োজনীয়তাকে অস্বীকার করার উপায় নেই। তবে সীমাবদ্ধতা সহ রাংলাদেশ রাষ্ট্রের শুরু এই সংবিধান। এই সংবিধান কোন ভাবেই মুজিববাদী সংবিধান নয়। শেখ মুজিবুর রহমান তাঁর এক দলীয় বাকশালী ব্যবস্থা প্রবর্তন করেছিলেন ১৯৭৫ সালে। এক দলীয় বাকশালী ব্যবস্থা প্রবর্তন আইনগত বাধা ছিল ১৯৭২ সালের সংবিধান। ১৯৭২ সালের সংবিধান যদি ‘মুজিববাদী- একদলীয় সংবিধান’ ছিল না। যার কারণে শেখ মুজিবুর রহমানকে এই সংবিধানকে পরিবর্তন করতে হয়েছিল। ১৯৭২ সালের সংবিধানকে কবর দেওয়ার স্লোগান হচ্ছে রাষ্ট্রের ভিত্তির উপরে আঘাত। পাকিস্তান পন্থী অবস্থান।

📍
হাসিনা শেখের পলায়নের ৪ মাস পরে হটাৎ করে কেন এই জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নাযিল করার প্রয়োজন দেখা দিল ? অতি
সমন্বয়করা খড়কুটো ধরে বাঁচতে চাইছে। আওয়ামীলীগ বিরোধিতার ঢিলে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে পথ তৈরী করা হচ্ছে সমন্বয়কদের প্রধান উদ্দেশ্য। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রর সরকারকেও চাপে রাখার কৌশল। ইতিমধ্যে ইউনুস সরকার ৩১ ডিসেম্বরের সমাবেশ ও ঘোষণার সাথে সম্পর্কহীনতার কথা ঘোষণা করেছে।

———-
সহায়ক তথ্য সূত্র :
১.জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’- সংবিধান প্রতিস্থাপন ও আ.লীগকে অপ্রাসঙ্গিক করা নিয়ে আলোচনা। ৩০ ডিসেম্বর ২০২৪।প্রথম আলো।
২. সংবাদ সম্মেলনে হাসনাত -গণআকাঙ্ক্ষার প্রতিফলন থাকবে ঘোষণাপত্রে জুলাই বিপ্লবের প্রোক্লেমেশনের মাধ্যমে মুজিববাদের কবর রচিত হবে। ৩০ ডিসেম্বর ২০২৪। সমকাল।


একই ঘরনার সংবাদ
error: Content is protected !!
error: Content is protected !!