ধানমন্ডি ৩২ নম্বরসহ প্রায় সারা দেশে গত দুই দিনে ভাঙচুরের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।টিআইবির ভাঙচুরের ঘটনায় উদ্বেগ ও কার্যকর পদক্ষেপের আহ্বান এবং সারা দেশে সাম্প্রতিক ভাঙচুর ও সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। শুক্রবার এক বিবৃতিতে টিআইবি এসব ঘটনাকে ‘অস্বাভাবিক সহিংসতা’ আখ্যা দিয়ে সরকারের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে।
টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, দলীয়করণ ও কর্তৃত্ববাদী শাসনে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ক্ষতি হয়েছে। তবে সহিংস প্রতিশোধমূলক কর্মসূচি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আইনশৃঙ্খলা রক্ষায় সরকার ও সংশ্লিষ্ট বাহিনীর নির্লিপ্ততা উদ্বেগজনক উল্লেখ করে তিনি আরও বলেন, কেবল বিবৃতি দিয়ে পরিস্থিতি মোকাবিলা সম্ভব নয়। আইনের শাসন ও গণতান্ত্রিক অধিকার সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ অপরিহার্য। তিনি সতর্ক করেন, সহিংসতা অব্যাহত থাকলে গণতান্ত্রিক উত্তরণ ও রাষ্ট্রীয় স্থিতিশীলতার সম্ভাবনা ঝুঁকির মুখে পড়বে। টিআইবি ভিন্নমত পোষণকারীদের দমন না করে সবার অধিকার সুরক্ষায় সরকারের কার্যকর ভূমিকা আশা করে।