বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন

রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে অভিনেত্রী শাওন আটক পরে মুক্তি !

সমসমাজ ডেস্ক
শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫

রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে অভিনয়শিল্পী মেহের আফরোজ শাওন ও অভিনেত্রী সোহানা সাবাকে আটক করে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ৭ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সন্ধ্যায় শাওনকে এবং একই দিন মধ্যরাতে সোহানা সাবাকে ডিবি হেফাজতে নেওয়া হয়। বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক।

সংবাদমাধ্যমে শাওনকে আটকের কারণ জানতে চাইলে অতিরিক্ত কমিশনার রেজাউল করিম বলেন, ‘শাওন রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত ছিলেন বলে গোয়েন্দা তথ্য পাওয়ার পর তাঁকে আটক করা হয়েছিল।’ঢাকা মহানগর পুলিশের মিডিয়া ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই শাওন ও সাবাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি হেফাজতে নেওয়া হয়। তাঁদের বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলেও এ বিষয়ে বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি। তদন্তের স্বার্থে তথ্য গোপন রাখা হচ্ছে বলে জানান তিনি।

জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে শাওন ও সাবাকে নিজ নিজ পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। ডিএমপির উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ‘প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদের পর তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’তবে জিজ্ঞাসাবাদের সময় কী তথ্য পাওয়া গেছে কিংবা তাঁদের বিরুদ্ধে অভিযোগের প্রকৃতি সম্পর্কে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্ত প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করা সম্ভব নয়।


একই ঘরনার সংবাদ
error: Content is protected !!
error: Content is protected !!