জুলাইয়ের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর পাঁচ মাস পার হয়েছে। ওই আন্দোলনের মূল স্লোগান ছিল মেধার ভিত্তিতে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও চাকুরীতে নিয়োগের বিধান নিশ্চিত করা। তবে দুঃখজনকভাবে বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ে এখনও ভর্তিতে বৈষম্যমূলক কোটা ব্যবস্থা চালু রয়েছে। বিশেষ করে পোষ্য কোটাকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে ব্যাপক বিতর্ক ও বিক্ষোভ দেখা দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়—এই আট বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ধরনের কোটা প্রচলিত। এর মধ্যে অধিকাংশ প্রতিষ্ঠানেই পোষ্য কোটা রয়েছে।
পোষ্য কোটার আওতায় শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের পরীক্ষায় পাস করলেই ভর্তির সুযোগ দেওয়া হয়। এটি মেধা ও প্রতিযোগিতার ভিত্তিতে শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়াকে বাঁধাগ্রস্ত করছে । বিশেষ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটার আওতায় পরিবারের সদস্যরাও (স্বামী, স্ত্রী, এমনকি ভাই-বোন) ভর্তির সুযোগ পেয়ে আসছিলেন। শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সাম্প্রতিক সময়ে এই কোটার সীমা নির্ধারণ করেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন গণমাধ্যমকে জানিয়েছে, ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যতজন আবেদন করেন, ততজনকেই ভর্তি করা হয়। এবার অবশ্য পোষ্য কোটায় প্রতি বিভাগে চারজনের বেশি ভর্তির সুযোগ দেওয়া হবে না বলে জানানো হয়েছে। ফলে ৩৭টি বিভাগ ও ইনস্টিটিউটে সর্বোচ্চ ১৪৮ জন পোষ্য কোটায় ভর্তির সুযোগ পাবেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় শিক্ষক ও কর্মকর্তার সন্তানদের বরাদ্দ করা পোষ্য কোটা পুরোপুরি বাতিল করে শুধু সহায়ক ও সাধারণ কর্মচারীদের সন্তানদের জন্য ১ শতাংশ কোটা রাখার সিদ্ধান্ত নিয়েছে। পোষ্য কোটা বাতিলের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমৃত্যু গণ-অনশনরত শিক্ষার্থীরা কর্মসূচি স্থগিত করেছেন ৩ ফেব্রয়ারি ২০২৫। সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসানের আশ্বাসে ছাত্ররা ‘গণ-অনশন’ তুলে নেন। পোষ্য কোটা বৈষম্যমূলক এবং এটি শিক্ষার মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। পোষ্য কোটা বিরোধী আন্দোলন আগামী দিনগুলোতে আরো বেশি জোরদার হবে অবলে আশা করা যায়।
ফটো: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোটা বাতিল শোঃ তিন দফা দাবিতে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি ২ জানুয়ারি ২০২৫