বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন

ময়মনসিংহে হকার উচ্ছেদ: আদৌ কি কোনো পরিবর্তন আনবে ?

লেখক
শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫

ময়মনসিংহ শহরের প্রাণকেন্দ্র ব্রহ্মপুত্র পাড়ের জয়নুল আবেদিন পার্ক। সার্কিট হাউসসংলগ্ন এই পার্কে প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত হাজারো মানুষের কলকাকলিতে মুখর থাকে। বিভিন্ন বয়সের নারী-পুরুষ হাঁটাহাঁটি ও আড্ডার উপযুক্ত স্থান হিসেবে বেছে নেন এই উদ্যান। শিশুদের বিনোদনের জন্য নানা ধরনের ব্যবস্থাও রয়েছে এখানে। উদ্যানের এক পাশে কাচারিঘাটে দুপুর থেকে বিকেল গড়িয়ে রাত অবধি সাহিত্যজগতের মানুষেরা আড্ডায় মুখর থাকেন। আবার একঘেয়ে জীবনের অলস সময় কাটাতে অনেকে চলে আসেন এখানে। উন্মুক্ত এই পার্কে দর্শনার্থী ও বিনোদনপ্রিয় এসব মানুষের বিনোদনের বাড়তি জোগান দিতে ভ্রাম্যমাণ হকার ছাড়াও এখানে চায়ের টং, বাদাম, ফুচকা, চটপটিসহ হালকা খাবারের জন্য ভাসমান ছোট ছোট দোকান গড়ে উঠেছে। এর সংখ্যা প্রায় ২০০। হকার ও দোকান গুলো অস্থায়ী হলেও এক ধরণের স্থায়ী আস্তানা গেড়েছে। পার্কের পরিবেশ বহুলাংশে বিগ্নিত হচ্ছে।

গত ১১ জানুয়ারি ২০২৫ জেলা প্রশাসনের সহায়তায় সিটি করপোরেশন অভিযান চালিয়ে শতাধিক হকারের দোকানপাট, রিকশাভ্যান ও অন্যান্য মালামাল জব্দ করে। গণমাধ্যমের কাছে হকাররা তাঁদের মারধর করা হয় এবং বিনা নোটিশে উচ্ছেদের অভিযোগ করেন । উচ্ছেদের ফলে হাজারো মানুষের জীবন-জীবিকা অনিশ্চয়তার মুখে পড়েছে। হকারদের অনেকে পরিবার নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেন। কর্মসংস্থান বন্ধ হওয়ায় বাসাভাড়া, খাবার, সন্তানদের শিক্ষার খরচ, ঋণের কিস্তি পরিশোধে তাঁরা হিমশিম খাচ্ছেন। হকাররা দীর্ঘদিন ধরে এই পার্কে ব্যবসা করে তাঁরা জীবিকা নির্বাহ করে আসছিলেন। দর্শনার্থীরা এখানকার খাবার দোকানগুলোকে গুরুত্বপূর্ণ মনে করেন।

হকার উচ্ছেদ রাষ্ট্র ও প্রশাসনের একটি নৈমিত্তিক ব্যাপার। গত কয়েক দশক ধরেই বিভিন্ন সময় এই ধরণের উচ্ছেদ চলে থাকে। হকার করা ? হকার হচ্ছে বেকার জনশক্তি। কর্মসংস্থানের অভাবে বেকার জনশক্তি হকার হিসাবে জীবন বেছে নেয়। অতি সামান্য পুঁজি নিয়ে কোনোক্রমে ব্যবসা করে সংসার চালান হকাররা। হকারদের কর্মস্থল বন্ধ হয়ে গেলে তাঁদের সামাজিক নিরাপত্তাহীনতা বাড়বে, যা বিভিন্ন অপরাধ প্রবণতাও বাড়িয়ে দিতে পারে। বিকল্প ব্যবস্থা ছাড়া হকার উচ্ছেদ বন্ধের দাবি অতি পুরানা। গত কয়েক দশকে দেশে বেকারত্বের হার বেড়েছে। পার্কের পরিবেশ হকার মুক্ত করার চিন্তা ভাল। তবে ক্ষুধা দারিদ্র বেকারত্বকে পাশ কাটিয়ে পার্ক বা রাস্তা যানযট করার অতীতের সকল উদ্দোগ অসফল হয়েছে।  এই রকম অবস্থায় নতুন করে হকার উচ্ছেদ ,বেকারত্বকে বাড়িয়ে দিবে। অতীতে হকার উচ্ছেদ: আদৌ কি কোনো পরিবর্তন হয়েছে ?


একই ঘরনার সংবাদ
error: Content is protected !!
error: Content is protected !!