সুনামগঞ্জের শাল্লা উপজেলার ঝুমন দাশ। সুনামগঞ্জের ঝুমন দাসকে ধর্মীয় উসকানি দেয়ার অভিযোগে দই বার কারাগারে থাই মেলে আওয়ামীলিগ আমলে । সিরাজগঞ্জের একটি মন্দিরের সামনে মসজিদের দান বাক্স স্থাপনের ছবি ছিল। ঝুমন দাশ ফেসবুক সেই ছবি পোস্ট করেছিল। পুলিশ এই পোস্টকে ধর্মীয় উসকানিমূলক মনে করে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে। এই মামলায় ঝুমন দাস জেলে কাটান। জেল জীবন ও সংখ্যালঘু সমস্যার কথা উঠে এসেছে এই বইয়ে। পুলিশের অমানবিক নির্যাতনের বর্ণনা এবং ভয়ংকর রিমান্ড আর কারাগারের ভেতর নির্যাতনের অমানবিক লোমহর্ষক বর্ণনাউঠে এসেছে এই বইয়ে।