বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন

তসলিমা নাসরিনের ‘চুম্বন’ বই মেলা থেকে অপসারিত ও স্টল ভাঙচুর। সাহিত্য চর্চায় কতটা স্বাধীনতা আছে?

লেখক
সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫

চুম্বন একটি গল্পের বই, যেখানে ধর্ম বা রাজনীতির কোনো উল্লেখ নেই।  ছোটগল্পের সংকলন। কোনও উস্কানিমূলক লেখা নয়।তবে বইটির লেখক তসলিমা নাসরিন হওয়ায় এটি বই মেলা থেকে সরানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রশ্ন হচ্ছে, বইটি কেন সরাতে হলো, কিংবা কেন মেলায় রাখা যাবে না? কেন কোনো চিঠি বা নোটিশ ছাড়াই ফোনের মাধ্যমে আপত্তি জানানো হলো? এমনভাবে বইটি সরানোর কোনো নিয়মতান্ত্রিক ব্যবস্থা নেই। তসলিমা নাসরিনের ৫ আগস্টের পর থেকে মুক্তিযুদ্ধের পক্ষে প্রতিবাদী লেখনী তার অপরাধ, যা বই মেলা কর্তৃপক্ষের কাছে অসহনীয় মনে হয়েছে। এতোটা ভয় বই এবং লেখকের প্রতি যদি থাকে, তবে এমন পরিবেশে বই মেলা আয়োজনের কতটা প্রয়োজন?


একই ঘরনার সংবাদ
error: Content is protected !!
error: Content is protected !!