ক্যানসার এক ভয়বহ রোগ। বাংলাদেশে দ্রুত ক্যান্সার রোগি বেড়েই চলছে। আমাদের দেশে ক্যনসারে মৃত্যুর সঠিক পরিসংখ্যান নেই। ক্যান্সার একটি গুরুতর রোগ যা শরীরের কোষের অস্বাভাবিক বৃদ্ধি ও বিভাজনের কারণে ঘটে। এটি শরীরের বিভিন্ন অংশে হতে পারে, যেমন স্তন, ফুসফুস, যকৃত, বা অস্থি মজ্জা। ক্যান্সারের উপসর্গগুলি স্থান ও প্রকার অনুসারে ভিন্ন হতে পারে। এই বিষয়ে জানাও সচেতনতা তৈরির জন্য ‘ক্যানসারের ফাঁদ ও মুক্তির উপায়’লেখক আলমগীর আলমের বইটি পড়ার মত বই। বইটি পড়ার জন্য চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে পূর্ব জ্ঞানের দরকার নেই। বাংলা একাডেমির বই মেলায় ঐতিহ্য এর স্টলে বইটি পাওয়া যাচ্ছে।