জাতীয় নাগরিক কমিটির ‘ সরকার থেকে পৃথক ‘ এবং একটি সরকারি প্রজ্ঞাপন
শুক্রবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৫ জাতীয় নাগরিক পার্টি গঠিত হয়েছে। জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিশাল জমায়েতের মাধ্যমে নতুন এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। জুলাই অভ্যুত্থানের নেতৃত্বে থাকা ছাত্র-যুবকরা আছেন এই দলের নেতৃত্বে। দলটির আহ্বায়ক হয়েছেন জুলাই অভ্যুত্থানের অন্যতম মুখ নাহিদ ইসলাম। সদস্যসচিব হয়েছেন জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব আখতার হোসেন। তিনি শেখ হাসিনার পতনের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন নাহিদ ইসলাম। হাসিনা পতনের পর ইউনুস সরকার গঠিত হলে উপদেষ্টা হিসেবে মনোনীত হন নাহিদ ইসলাম। নতুন দল গঠনের জন্য নাহিদ ইসলাম উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ এবং ক্ষমতায় থাকাকালীন সময়ে সম্পত্তি – ব্যাংকের লেনদেনের হিসাব গণমাধ্যমে দাখিল করেন। এই দুটি বিষয়ই গণ মাধ্যমে বেশ জোরে সরে প্রচার করা পায়। দুটি কাজ প্রশংসনীয়। জাতীয় নাগরিক পার্টিকে কিংস পার্টি ইমেজ থেকে বের করে আনার জন্য এই এই জাতীয় কাজ গুরুত্ব পূর্ন ভূমিকা রাখে। নাহিদ ইসলামের পত্যাগের মধ্য জনগণকে বুঝানোর চেষ্টা করানো হচ্ছে নব গঠিত জাতীয় নাগরিক পার্টির সাথে ইউনুস সরকারের সম্পর্ক নেই।
গণ মাধ্যমে প্রকাশিত সংবাদ থেকে জানা যায় , জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশের আয়োজনে সার্বিক নিরাপত্তার দায়িত্বপালনে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।, জানাপা আয়োজনকে কেন্দ্র করে মেডিকেল টিম, অস্থায়ী ওয়াশরুম, পুলিশ বুথ, নারীদের জন্য বুথ, ভিআইপি বুথ ও পানির ব্যবস্থা করা হয়েছে। সংবাদকর্মীদের উপস্থিতিও লক্ষ করা গেছে। জানাপা এর আত্মপ্রকাশ অনুষ্ঠানে রংপুর , নীলফামারী, জয়পুরহাট, রাজশাহী, পিরোজপুর ,কক্সবাজারসহ বিভিন্ন জেলা থেকে আসা মানুষের মিছিল দেখা গেছে মানিক মিয়া অ্যাভিনিউয়ে। এই বিশাল আয়োজনে অর্থের উৎস সম্পর্কে কোন তথ্য প্রকাশ করেননি নতুন দলের নেতৃবৃন্দ।
তবে ইউনুস সরকারের সকল সহযোগিতায় দলটি গঠিত হচ্ছে তা প্রফেসর ইউনুস জানুয়ারিতে ২০২৫ সালে স্পষ্ট করেছেন।
আগামী নির্বাচনে অংশ নিতে জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীরা একটি রাজনৈতিক দল গঠন করবে। ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসের সাক্ষাৎকারে এ কথা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সম্প্রতি বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়ে সুইজারল্যান্ডের দাভোসে এফটিকে সাক্ষাৎকার এই তথ্য উম্মোচিত করেন ড. মুহাম্মদ ইউনূস। তাই নতুন দল গঠনের বিষয়টি কোন নতুন বিষয় নয়। নাহিদ ইসলামের পদত্যাগ সাময়িক ভাবে নিরপেক্ষতার আবরণ তৈরী করতে পারলেও কিছু তথ্য বের হয়ে আসছে। দেশের প্রধান গণমাধ্যম গুলো ঢোল-মাদল নিয়ে নেমেছে। কোন গণমাধ্যম নতুন দল গঠনের অর্থের উৎস সম্পর্কে নিরাবতা পালন করে আসছে। ইতিমধ্যে পিরোজপুর থেকে লোক আনার জন্য সরকারি প্রজ্ঞাপন বিধিনিষেধের বেড়াজাল টপকিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে। ২৭ ফেব্রয়ারি ২৫ প্রজ্ঞাপনে সাক্ষর করেছেন পিরোজপুর জেলা প্রশাসকের পক্ষে নেজারত ডিপুটি কালেক্টর। এই প্রজ্ঞাপনে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশের মিটিংয়ে যোগদানের জন্য পিরোজপুরের ৫টি বাস রিকুজিশনের নির্দেশ দেওয়া হয়। বিকুজেশন হচ্ছে রাষ্ট্রের প্রয়োজনে ব্যাক্তি সম্পত্তি / বাস বিনা ভাড়ায় সাময়কি সময়ের জন্য দখল নেওয়া।
গত বেশ কিছুদিন যাবৎ যখন এই জাতীয় সংবাদ গণমাধ্যম বা সামাজিক মাধ্যমে আছে তখন সবাই হাত-পা ধুয়ে কোন কিছু না জানার দাবি করেন। অধিকাংশ সময়ে নিচের পর্যায়ের কাউকে কাউকে পদচ্যুতি করিয়ে মানুষের দৃষ্টি সরানো হয়। পিরোজপুর থেকে ঢাকায় লোক আনার প্রশাসনিক উদ্যোগের মত কি দেশের অন্য জায়গা গুলো থেকে সরকারি উদ্যোগে লোক নিয়ে আসার ব্যাবস্থা হয়েছিল ? ঢাকার বাইরের শহর গুলো থেকে সংগঠিত ভাবে জমায়েতে উপস্থিত হওয়ার অর্থনীতি কি জানা যাবে ?
“নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আত্মপ্রকাশ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ঢাকার বাইরে অন্তত একটি জেলা থেকে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের বাস অধিযাচনের (রিকুইজেশন) ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
সংস্থাটি বলছে, এনসিপির জন্মলগ্নেই এরূপ ক্ষমতার অপব্যবহার ও অনৈতিকতার দায় অন্তর্বর্তী সরকার এড়াতে পারে না।”
তথ্য সূত্র:
১. এফটিকে ড. ইউনূস- .ছাত্ররা দল গঠন করবে। ৩১ জানুয়ারি ২০২৫। দেশ রূপান্তর।