বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন

সেকেন্ড রিপাবলিক ও গণপরিষদ নির্বাচন নিয়ে বিএনপির প্রশ্ন

লেখক
শনিবার, ১ মার্চ, ২০২৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ, শনিবার ১মার্চ কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত এক আলোচনা সভায় জাতীয় নাগরিক পার্টির সেকেন্ড রিপাবলিক এবং গণপরিষদ নির্বাচনের উদ্যোগ নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি জানাতে চান, সেকেন্ড রিপাবলিক কখন এবং কেন প্রতিষ্ঠিত হবে, আর গণপরিষদ নির্বাচন কেন প্রয়োজন? সালাহ উদ্দিন আহমদ বলেন, “আমি পত্রিকায় দেখলাম, এনসিপি তাদের ঘোষণাপত্রে সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার জন্য গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়ন করতে চায়। আমি সমালোচনা করতে চাই না, তবে প্রতিটি রাজনৈতিক দলেরই তার নিজস্ব কর্মপন্থা থাকে।” তিনি আরও বলেন, “আমাদের বর্তমান রিপাবলিক কি অসুস্থ হয়ে গেছে? সেকেন্ড রিপাবলিক কখন হবে? আমাদের তো নির্বাচিত প্রতিনিধি রয়েছে, তাদের একটি হেড অব স্টেটও রয়েছে। তবুও গণপরিষদ কেন হবে?”

এনসিপি’র ‘সেকেন্ড রিপাবলিক’ এবং ‘গণপরিষদ নির্বাচন’ নিয়ে তিনি আরও বলেন, “গণপরিষদের মাধ্যমে সংবিধান প্রণয়ন করা হয় যখন নতুন রাষ্ট্র প্রতিষ্ঠা হয়। বাংলাদেশ তো স্বাধীন একটি রাষ্ট্র, আমাদের কোনো নতুন রাষ্ট্র প্রয়োজন নেই। এখন দেশে একটি সংবিধান রয়েছে। তা সংস্কারের প্রয়োজন আছে। তিনি দাবি করেন, “যারা গণপরিষদ নির্বাচন চাইছে, তারা হয় বুঝে না অথবা বুঝে কিন্তু রাষ্ট্রের আইনগত কাঠামোকে আরো দীর্ঘায়িত অগণতান্ত্রিক প্রক্রিয়ায় নিয়ে যেতে চাচ্ছে।” সালাহ উদ্দিন আহমদ, ৫ আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থান প্রসঙ্গে বলেন, “এটা কি শুধু মেম্বার-চেয়ারম্যান নির্বাচনের জন্য ছিল? তাদের উদ্দেশ্য কি অন্য কিছু?” এছাড়া, সালাহ উদ্দিন আহমদ নতুন সংবিধানের বিষয়ে বলেন, “আমরা যে সংশোধনী প্রস্তাব দিয়েছি, সেটা নিয়ে কাজ করতে হবে। তবে গণপরিষদ কেন হবে, তা আমাদের কাছে পরিষ্কার নয়।”


একই ঘরনার সংবাদ
error: Content is protected !!
error: Content is protected !!