বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ০৯:০৮ অপরাহ্ন

দ্বিতীয় গ্রেডের কিংস পার্টি ‘ জনতা দল “

সমসমাজ ডেস্ক
বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫

ইউনুস সরকারের আমলে বেশ কিছু নতুন দলের সৃষ্টি হয়েছে এবং বেশ কিছু নতুন দল সৃষ্ট্রির গুঞ্জন শোনা যাচ্ছে। এই নতুন দল গুলোর সবচেয়ে বড় দল হচ্ছে জাঁতীয় নাগরিক পার্টি। প্রাক্তন উপদেষ্টা নাহিদ ইসলাম এই দলের মূল নেতা। হাসিনা পতনের আন্দোলনের অন্যান্যরা এই দলের সাথে যুক্ত। তবে এই দলের বাইরেও কিছু নতুন দলের সৃষ্টি হচ্ছে। দেশে অনেক দল থাকার পরেও কেন নতুন দল তৈরী হচ্ছে তা নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠছে। তবে দল গঠন ও মত প্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের ভিত্তি।

বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শ ও ‘সাম্য, ন্যায্যতা, প্রগতি’ স্লোগান নিয়ে আত্মপ্রকাশ করলো নতুন রাজনৈতিক দল ‘জনতার দল’। বৃহস্পতিবার রাজধানী ঢাকার খামারবাড়িতে দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দলের আহ্বায়ক হয়েছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম কামাল। দলের প্রধান সমন্বয়ক ও মুখপাত্রের দায়িত্ব পেয়েছেন মেজর (অব.) ডেল এইচ খান। পূর্ণাঙ্গ কমিটি ঈদের পর ঘোষণা করা হবে। প্রাথমিকভাবে দলটির নেতৃত্বে সাবেক সামরিক কর্মকর্তাদের প্রাধান্য থাকলেও ভবিষ্যতে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের সম্পৃক্ত করা হবে বলে জানান দলটির শীর্ষ নেতারা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেবে ‘জনতার দল’, প্রার্থী নির্বাচনে বিতর্কমুক্ত, যোগ্য ও গ্রহণযোগ্য ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে বলে দলটির পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে। দলের মূল উদ্যোক্তা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম কামাল বলেন, “আমাদের রাজনৈতিক দর্শনের অন্যতম প্রেরণা হচ্ছে ফিলিস্তিন। সেখানকার নেতৃত্ব তৈরি হতে সময় লাগে না। আমরা বিতর্কিত বা ঐতিহাসিকভাবে সমাধান হয়ে যাওয়া ইস্যুতে সময় নষ্ট করতে চাই না। বরং সৎ, সাহসী, শিক্ষিত ও দেশপ্রেমিকদের নিয়ে এগিয়ে যেতে চাই।”

জনতা দল গঠনের প্রক্রিয়া হিসেবে দল গঠনের আগে বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী নেতাদের সঙ্গে আলোচনার করেছে এমন দাবি করছেন দলের নেতারা। জনত দলের নেতাদের দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের একটি বড় অংশেরও সমর্থন পেয়েছে নতুন এই দল। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের করা জনতা দলে যুক্ত হয়েছেন সে সম্পর্কে কোন তথ্য জনতা দলের নেতারা প্রকাশ করনি। জনতা দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, যাদের মধ্যে উল্লেখযোগ্য আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, সাবেক মন্ত্রী নাজিম উদ্দীন আল আজাদ, সাবেক সংসদ সদস্য সিরাজ উদ্দিন আহমেদ, রাজনীতিবিদ আজম খান, মেজর জেনারেল (অব.) ফজল ইবনে শারেখুজ্জামান, লেফটেন্যান্ট জেনারেল (অব.) সাব্বির আহমেদ, মেজর জেনারেল (অব.) ইসমাইল ফারুক চৌধুরী ও সাবেক ছাত্রনেতা মাস্তুক হাসান জয়। জনতার দলের প্রধান উদ্যোক্তা শামীম কামালের বাবা প্রয়াত সংসদ সদস্য মুজিবর রহমান। তিনি ১৯৭৯ সালে রংপুর থেকে বিএনপির হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং পরে লালমনিরহাট-২ আসন জাতীয় পার্টির থেকে সংসদ সদস্য ছিলেন। ২০১৬ সালে তিনি মৃত্যুবরণ করেন। ভবিষৎ নির্বাচন অনিশ্চিত। বড় দল গুলোকে বাদ দিয়ে হলেও নির্বাচন করার প্রয়োজনীয়তা দেখা দিলে জনতা দল গুলোর আদর বেড়ে যাবে।


একই ঘরনার সংবাদ
error: Content is protected !!
error: Content is protected !!