বিভিন্ন পত্রিকায় প্রকাশিত খুব থেকে জানা শুধু মে মাসেই চট্টগ্রাম থেকে বিভিন্ন দফায় চট্টগ্রামের বিভিন্ন কারখানা থেকে সর্বমোট ৪৬ হাজার সামরিক ইউনিফর্ম উদ্ধার হয়েছে। পুলিশ গণমাধ্যমকে নিশ্চিত করেছে, উদ্ধার কৃত পোশাক গুলো পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) ইউনিফর্ম। কুকি-চিন হচ্ছে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত আদিবাসি জাতি ও নৃগোষ্ঠীর একটি। পার্বত্য চট্টগ্রামে কুকি-চিন গোষ্ঠী হিসাবে যাদেরকে বুঝানো হয়ে তাকে স্থানীয় ভাবে বম গোষ্ঠী হিসাবে পরিচিত। চাকমা , মারমা ত্রিপুরা এবং সেনা নিয়ন্ত্রিত বাঙালি অভিবাসী বাঙালিরা সকলেই কুকি-চিনদের বম জাতি হিসাবে জানে। পাকিস্তান আমলে, বাংলাদেশ পর্বেও পাহাড়িদের আত্মনিয়ন্ত্রণের অধিকারকেন্দ্রিক নানা রাজনৈতিক উত্থান-পতনের ঢেউ অন্যান্য নৃগোষ্ঠীর মত বমদের জীবনেও এসেছে। শত প্রতিকূলতার মধ্যেও তারা নিজেদের জীবনধারা, মূল্যবোধ আর ঐতিহ্যকে ধরে রেখেছেন এতদিন। ২০২২ সালের জনশুমারি ও গৃহগণনা পরিসংখ্যান বলছে, বমদের মোট জনসংখ্যা ১১ হাজার ৬৩৭ জন। তবে সামাজিক সংগঠন বম সোশাল কাউন্সিলের হিসাবে বাংলাদেশে প্রায় ১৫ হাজার বম রয়েছে।
বাংলাদেশ সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট বা কেএনএফকে বিচ্ছিন্নতাবাদী সংগঠন হিসেবে বর্ণনা করলেও সংগঠনটি তাদের ফেসবুক পাতায় দাবি করেছে তারা বাংলাদেশের কোন বিচ্ছিন্নতাবাদী সংগঠন নয়।কেএনএফের ঘোষণা ও বিভিন্ন সময়ে গণমাধ্যমের উদ্দেশ্যে দেয়া বক্তব্য অনুযায়ী, বান্দরবান ও রাঙ্গামাটির অন্তত ছয়টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিত্ব করছে তারা। যদিও দলবদ্ধ ভাবে তাদের বম হিসেবেও প্রচার করছে অনেকে।
২০১৯ সালের পর থেকে কেএনএফ বিরোধী অভিযানের আড়ালে বম জাতিগোষ্ঠীর ওপর দমন-পীড়ন ক্রমাগত বেড়েছে। Amnesty International বলছে, ২০২২ সালের অক্টোবর থেকে শুরু হওয়া অভিযানে এখন পর্যন্ত ৪,০০০ এর বেশি বম ব্যক্তি বাস্তুচ্যুত হয়েছেন। ২০২৪ সালের ৭ এপ্রিলের পর থেকে কমপক্ষে ১০ জন বেসামরিক বম নাগরিক নিহত হয়েছেন, ১৮৬ জন কারারুদ্ধ এবং আরও ২০ জনের বেশি সামরিক হেফাজতে রয়েছেন। অনেককে এখনো আদালতে হাজির করা হয়নি।
পার্বত্য চট্টগ্রামের জনজীবনের গল্প অনেকটা অদৃশ্য, অদৃশ্য শাসন, শোষণে পরিচালিত। পার্বত্য চট্টগ্রামের আদিবাসী জনগোষ্ঠীর দীর্ঘদিনের বঞ্চনা, অপ্রাপ্তি কিংবা দুর্দশার। পার্বত্য জনগোষ্ঠীর দুঃখ দুর্দশাকে ছাপিয়ে সংবাদ শিরোনামে উঠে আসে কেএনএফ এর নানান অপারেশন এবং ইউনিফর্ম উদ্ধারের সংবাদ। যেখানে বম জনজাতির সংখ্যা মাত্র ১৫/২০ হাজারের কাছাকাছি, সেখানে তাদের জন্য তৈরী ৪০ হাজারের উপর ইউনিফর্ম জব্দের সংবাদ কতটুকু বিশ্বাসযোগ্য ?
পত্রিকাতে কথিত কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) ইউনিফর্ম এর ছবি প্রকাশিত হয়েছে এই ছবি আরাকান আর্মির ছবির সাথে হুবহু মিল রয়েছে ! গত কয়েক মাসে করিডোর, মানবিক করিডোর , আরকান আর্মি এই বিষয় গুলো দেশের গণ মাধ্যমে বহুল আলোচিত বিষয়। হটাৎ করে সেনা প্রধান ওকারুজ্জামান করিডোর বিরোধী কথাবর্তা বলার পরেই কেএনএফ এর ইউনিফর্ম গ্রেফতারের সংবাদ সামনে আসলো।
তথ্য সূত্র :
১. চট্টগ্রামে ‘কেএনএফের’ আরও ১৫ হাজার ইউনিফর্ম জব্দ, গ্রেপ্তার ১। ২৮ মে ২০২৫। প্রথম আলো।
২. চট্টগ্রামে ‘কেএনএফের’ আরও ১১ হাজার ইউনিফর্ম জব্দ। ২৭ মে ২০২৫। প্রথম আলো।
৩. পার্বত্য চট্টগ্রাম: সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট বা কেএনএফ আসলে কারা। ২০ অক্টোবর ২০২২। বিবিসি বাংলা।