বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন

বাউলশিল্পী আবুল সরকারের মুক্তি দাবি

সমসমাজ ডেস্ক
শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

সংগীত পরিবেশনের সময় ধর্ম অবমাননা ও কটূক্তির অভিযোগে করা মামলায় গ্রেপ্তার মানিকগঞ্জের বাউলশিল্পী আবুল সরকারের মুক্তি দাবি করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ও চারণ সাংস্কৃতিক কেন্দ্র। পৃথক বিবৃতিতে এই দুই সাংস্কৃতিক সংগঠন বলেছে, এই গ্রেপ্তার অন্যায়, অমানবিক এবং সাংস্কৃতিক স্বাতন্ত্র্য ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর নগ্ন আঘাত। ধর্ম অবমাননার নামে ভিন্নমত দমনের বিরুদ্ধে জনগণকে সজাগ থাকতে হবে, রাজপথে নেমে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

আজ শুক্রবার উদীচীর একাংশের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুল আলম ও সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন বিবৃতি পাঠিয়েছেন। আর চারণ সাংস্কৃতিক কেন্দ্রের পক্ষে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নিখিল দাস ও সাধারণ সম্পাদক জাকির হোসেন বিবৃতি পাঠান।

দেশ আজ মবের রাজত্বে আবদ্ধ উল্লেখ করে উদীচীর বিবৃতিতে বলা হয়েছে, বাউলশিল্পী আবুল সরকারের গ্রেপ্তারের ঘটনা শুধু একজন শিল্পীর স্বাধীনতাকে বন্দী করা নয়—এটি বাংলাদেশের পালাগান-বাউল ধারার দীর্ঘ ইতিহাসে এক দুঃসহ আঘাত, মানবিক ও আধ্যাত্মিক উত্তরাধিকারকে অসম্মানের এক নগ্ন প্রদর্শনী।

উদীচী বলেছে, বাউল আবুল সরকার কেবল একজন কণ্ঠশিল্পী নন, তিনি একজন সাধক। তাঁর কণ্ঠে বাউল দর্শন শুধু বিনোদন নয়; তা মুক্তির ভাষা, মানবতার আধ্যাত্মিক স্বর। এমন এক মানুষকে ধর্ম অবমাননার আসামি বানানো ভয়ানক অন্যায়—এটি অন্ধকারের জয়োৎসব। এই গ্রেপ্তার অন্যায়, অমানবিক এবং সাংস্কৃতিক স্বাতন্ত্র্য ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর নগ্ন আঘাত। আমরা অবিলম্বে বাউলশিল্পী আবুল সরকারের নিঃশর্ত মুক্তি দাবি করছি।

আবুল সরকারকে গ্রেপ্তারের তীব্র নিন্দা, প্রতিবাদ ও দ্রুত মুক্তি দাবি জানিয়ে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের বিবৃতিতে বলা হয়, আবুল সরকারের মতো বাউলশিল্পী ধর্মের প্রতি আস্থা রেখেই স্রষ্টা–বন্দনার মাধ্যমে গানের আসর শুরু করেন। গান ও কথার মাধ্যমে ধর্মের বিভিন্ন মত তুলে ধরে স্রষ্টার প্রতি ভক্তি প্রকাশ করেন। এটির সঙ্গে কেউ দ্বিমত করতে পারেন, কিন্তু তাঁর চিন্তা আপনার মনঃপূত না হলে ধর্ম অবমাননার মামলা ঠুকে দিয়ে তাঁকে গ্রেপ্তার করা চরম অগণতান্ত্রিক ও ফ্যাসিবাদী আচরণ।

বর্তমান সরকারের পৃষ্ঠপোষকতায় সাম্প্রদায়িক অপশক্তি দ্বিগুণ উৎসাহে ঘৃণ্য কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছে চারণ। বিবৃতিতে তারা বলেছে, দেশে যখন না খেতে পেয়ে বা এনজিওর সুদ পরিশোধ করতে না পেরে কেউ আত্মহত্যা করে অথবা সিন্ডিকেট তৈরি করে জিনিসপত্রের দাম বাড়ানো হয়, যখন একের পর এক কারখানা বন্ধ হয়ে শ্রমিকেরা কাজ হারিয়ে না খেয়ে থাকেন, সেটি এই সাম্প্রদায়িক গোষ্ঠীর অনুভূতিতে লাগে না। সরকার ও এই ধর্ম ব্যবসায়ীদের ধর্ম অবমাননার নামে ভিন্নমত দমনের বিরুদ্ধে জনগণকে সজাগ থাকতে হবে, রাজপথে নেমে প্রতিরোধ গড়ে তুলতে হবে। অতি দ্রুত নিরপরাধ বাউলশিল্পী আবুল সরকারকে মুক্তি দিতে হবে।

বাউল গান গেয়ে আবুল সরকারের গ্রেপ্তারের প্রতিবাদ জানালেন যশোরের সাংস্কৃতিক কর্মীরা

যশোর: বাউল শিল্পী আবুল সরকারের গ্রেপ্তারের ঘটনায় যশোরে আয়োজিত মানববন্ধনে লালনের গান গেয়ে প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবি করেছেন সাংস্কৃতিক কর্মীরা।  শনিবার (২২ নভেম্বর) দুপুরে প্রেসক্লাব যশোরের সামনে জেলার সাংস্কৃতিক সংগঠনগুলো ঘণ্টাব্যাপী এ ব্যতিক্রম প্রতিবাদী গান ও মানববন্ধনের আয়োজন করে। এতে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী, শিল্পী, শিক্ষক, ছাত্র ও সাধারণ মানুষ অংশ নেন।

বক্তারা বলেন, কিছুদিন আগে মানিকগঞ্জে একটি পালাগানের মঞ্চে বাউল আবুল সরকার স্থানীয় একজন বিএনপি প্রার্থীর পক্ষে ভোট চেয়েছিলেন। তাদের দাবি, শুধুমাত্র এই কারণে তাকে ধর্ম অবমাননার দায়ে গ্রেপ্তার করা হয়েছে। যার কোনো ভিত্তি নেই। শিল্পীর কোনো ‘ধর্ম অবমাননাকর’ বক্তব্য পাননি বলে মানববন্ধন থেকে দাবি করা হয়।বক্তারা অবিলম্বে বাউল শিল্পী আবুল সরকারের নিঃশর্ত মুক্তি দাবি জানান। তারা বলেন, বাঙালি জাতির সাথে শিল্প, সাহিত্য ও সংস্কৃতি ওতপ্রোতভাবে জড়িত। কোনো উগ্রবাদী গোষ্ঠীর চাপে হাজার বছরের শিল্প-সাহিত্যের অবসান হবে না। বাংলাদেশ নিজস্ব ঐতিহ্য ধারণ ও লালন করে চলবে।

বক্তারা আরও বলেন, আবুল সরকারের মুক্তি না হওয়া পর্যন্ত সাংস্কৃতিক অঙ্গনের এই আন্দোলন অব্যাহত থাকবে। এসময় তারা একটি রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে প্রশ্ন তোলেন, বিভিন্ন প্রোগ্রামে কারা কারা বেহেশতের টিকেট পেয়েছেন-এটা কি ধর্ম অবমাননার শামিল হচ্ছে না।সানোয়ারুল আলম খান দুলুর নেতৃত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন হারুন অর রশিদ, অ্যাডভোকেট মাহমুদ হাসান, যোগেশ দত্ত, মোস্তাফিজুর রহমান, হাসিবুর রহমান, আনোয়ারুল ইসলাম, করিম হোসেন। মানববন্ধন চলাকালে সমাবেতকণ্ঠে বাউল শিল্পীরা সংগীত পরিবেশনের মাধ্যমে প্রতিবাদ জানান। বাউল গানের সুরের মধ্য দিয়েই কর্মসূচির সমাপ্ত হয়।


একই ঘরনার সংবাদ
error: Content is protected !!
error: Content is protected !!