বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন

খ্যাতির বিড়ম্বনায় ! পুরস্কার নেওয়ার পরেই তো ‘বেইজ্জতটা’ করল: সলিমুল্লাহ খান

লেখক
মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫

পহেলা ফেব্রুয়ারি বাংলা একাডেমির পুরস্কার প্রদান অনুষ্ঠানে একটি ছবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্ক তৈরি হয়েছে। ছবিতে দেখা যায় বাংলা একাডেমির পুরস্কারপ্রাপ্ত লেখক সলিমুল্লাহ খান পেছনে দাঁড়িয়ে আছেন। আর উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী সামনে বসে আছেন। এই দৃশ্যকে অনেকে ‘ক্ষমতার প্রদর্শন’ এবং ‘সামাজিক রীতিবিরুদ্ধ’ বলে সমালোচনা করেছেন। সলিমুল্লাহ খান এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বলেছেন, পুরস্কারপ্রাপ্তদের প্রতি অশ্রদ্ধা দেখানো হয়েছে। ফারুকী পরে ফেসবুকে ব্যাখ্যা দেন যে, ভবিষ্যতে এমন গ্রুপ ফটো সেশনের নিয়ম আর রাখা হবে না। সলিমুল্লাহ খান বলেন – ‘লোকজন বলছে, আপনি পুরস্কার নিলেন কেন?’ আরে.. পুরস্কার নেওয়ার পরেই তো বেইজ্জতটা করছে। বাংলা একাডেমি যদি সম্মান প্রদর্শন করতে না জানে, তাহলে আমাদের কী করা উচিত?

সলিমুল্লাহ খান বিগত দিন গুলোতে বাংলা একাডেমির গোষ্ঠী উদ্ধার করেছেন। এখন নিজে পুরস্কার পাওয়ার আনন্দে এতোটাই প্রভাবিত ছিলেন আত্মসম্মানও একটা বিষয় সেটাও ভুলে গিয়েছিলেন। এই জাতীয় কথাবর্তা বলে পাবলিকের কাছে নিজের বিদ্রোহী চরিত্র দাঁড় করাতে চেষ্টা করছেন সলিমুল্লাহ খান। বাংলা একাডেমি আদব না জানার প্রতিবাদে পুরস্কার প্রত্যাখান করতে কোথায় বাঁধা? সলিমুল্লাহ্‌ খান মুখে যতোই প্রতিষ্টান বিরোধী কথা বার্তা বলুন না কেন , তিনি প্রতিষ্টানের কাছে আত্ম সম্পর্পিত ব্যাক্তি। ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলা একাডেমি, ইত্যাদি প্রতিষ্ঠানের বিরুদ্ধে তীব্র নিন্দা করে প্রথা-বিরোধী ভাবমূর্তি গড়ে তুলেছেন অনেকের মধ্যে। এই বছর একাডেমি পুরস্কার পেয়েছেন সলিমুল্লাহ্‌ খান। এই পুরস্কার প্রাপ্তির মুলে ১৯৭১ সালে বাংলাদেশ রাষ্ট্রের অভ্যূদ্বয় বিরোধী এবং ছদ্মবেশী ধর্মীয় জাতীয়তাবাদী চিন্তা। পুরস্কার ঘোষণার এক দিন আগে কিংস পার্টি ” জাতীয় নাগরিক কমিটি ‘ প্রতিনিধি সভায় আনুগত্য উপস্থিতি জানান দিয়েছেন।


একই ঘরনার সংবাদ
error: Content is protected !!
error: Content is protected !!