বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ০৯:০৬ অপরাহ্ন

‘ জামায়াত স্বাধীনতার বিপক্ষে ছিল না’ লেখক সাহাদত হোসেন খান।

লেখক
সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫

‘ জামায়াত স্বাধীনতার বিপক্ষে ছিল না’ লেখক সাহাদত হোসেন খান। প্রকাশক: আফসার ব্রাদার্স। ইতিহাসের পুনর্লিখন ও মুছে দেওয়ার নানান কিছিমের একটি হচ্ছে বই পুস্তক লিখে মনন তৈরী করা। বইটির মূল বক্তব্য হচ্ছে ‘ ১৯৭১ সালের স্বাধীনতায় বাংলাদেশের জনগণের স্বার্থ থাকলেও থাকতে পারে। কিন্তু ভারতের স্বার্থ ছিল ষোলো আনা। ভারতের অভিসন্ধি বুঝতে পেরে জামায়াত একাত্তর থেকে দূরে থেকেছে। ভারত হিন্দু রাষ্ট্র তাই হিন্দুদের সাহায্য নিয়ে ‘ মুসলিম রাষ্ট্র ‘ পাকিস্তান ভাঙতে চায়নি জামায়াত। লেখক সাহাদত হোসেন খান ভুলে গেছেন জামায়াতে ইসলামী পাকিস্তান গঠনের বিরোধিতা করেছিল ১৯৪৭ সালে। ঠিক একই ভাবে বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদ্বয়ের বিরোধিতা করেছিল জামায়াতে ইসলামী। পাকিস্তানের চৌহদ্দিতে বাংলাদেশ অঞ্চল বা বেলুচিস্তানের জাতিগত নিপীড়নকে বুঝতে অপরাগ জামায়াতে ইসলামী। মুক্তিযুদ্ধ কালীন ভারতে না যাওয়ার বিভিন্ন যুক্তি তিনি হাজির করেছেন। লেখকের বাড়ি নরসিংদী জেলায়। নরসিংদী জেলার শিবপুরে মান্নান ভূঁইয়াদের নেতৃত্বে দেশের মধ্য থেকে প্রতিরোধ যুদ্ধের কথা কোথায় নেই। শুধু নরসিংদী নয় , টাঙ্গাইল , সিরাজগঞ্জ , ফরিদপুরের বিভিন্ন অঞ্চল , পেয়ারা বাগান সহ দেশের বহু জায়গায় মুক্তিযোদ্ধারা ভারতে না যেয়ে , ভারতের সাহায্য ছাড়াই যুদ্ধ করেছে। লেখক সাহাদত হোসেন খানের পেশায় হাতে খড়ি ‘ দৈনিক দিনকাল ‘ এর সাংবাদিকতা দিয়ে ইনকিলাব সহ বিভিন্ন পত্রিকায় কাজ করেছেন তিনি। ‘ পলাশী থেকে একাত্তর’ , ‘১৬ সেক্টর কমান্ডার’ , ‘ ২৬৭ দিনের মুক্তিযুদ্ধ ‘ ইত্যাদি শিরোনামে বই লিখছেন। এই বইগুলো শিরোনামে কিছু রাখঢাক ছিল। ‘ জামায়াত স্বাধীনতার বিপক্ষে ছিল না’ এই বইয়ে সাহাদত হোসেন খান নিজ পরিচয়ে সামনে এসেছেন।


একই ঘরনার সংবাদ
error: Content is protected !!
error: Content is protected !!