বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন

২০২৪ সালের বৈশ্বিক দুর্নীতির সূচকে বাংলাদেশের অবস্থান দুই ধাপ পিছিয়েছে !

লেখক
বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫

জার্মানির বার্লিনভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। দেশে দেশে দুর্নীতির মাত্রা সম্পর্কে ধারণা দিতে প্রতিবছর প্রতিবেদন প্রকাশ করে আসছে। ২০২৪ সালের ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের -টিআই বৈশ্বিক দুর্নীতি সূচক প্রকাশ হয়েছে। প্রতিবছরই টিআইবির বার্ষিক রিপোর্ট নিয়ে বেশ বুদ্ধিবৃত্তিক সমালোচনা হয়ে থাকে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) এর ২০২৪ সালের বৈশ্বিক দুর্নীতির সূচকে বাংলাদেশের অবস্থান দুই ধাপ পিছিয়েছে। বর্তমানে কঙ্গো ও ইরানের সঙ্গে যৌথভাবে ১৫১তম স্থানে রয়েছে বাংলাদেশ। গত বছর ১৪৯তম অবস্থানে ছিল বাংলাদেশ । ১৩ বছরের মধ্যে বাংলাদেশের দুর্নীতির স্কোর সবচেয়ে কমে এসেছে। সিপিআই প্রতিবেদনটি প্রকাশের পর মিডিয়াতে আলোচনা হয়, কিন্তু এর দৃশ্যমান প্রভাব জনজীবনে খুব কম।

২০২৪ সালে বাংলাদেশের দুর্নীতির স্কোর ১০০-এর মধ্যে ২৩ পেয়ে ১৪তম স্থানে পৌঁছেছে। টিআইবির ভাষ্য অনুযায়ী, দেশের দুর্নীতি কমেনি বরং বেড়েছে। তবে অন্য দেশগুলোর অবস্থার আরও খারাপ হওয়ায় বাংলাদেশের অবস্থান উন্নত দেখা যাচ্ছে । প্রতিবেদন প্রকাশের পর মিডিয়াতে আলোচনা হয়, কিন্তু এর দৃশ্যমান প্রভাব জনজীবনে খুব কম। বিশেষত, বাংলাদেশের কৃষি, কৃষক, নদী, খাসজমি ও জলমহালের মতো বিষয়গুলো সিপিআই গবেষণায় অন্তর্ভুক্ত থাকে না, যার কারণে অনেক গুরুত্বপূর্ণ দুর্নীতির চিত্র এখানে ফুটে উঠেনা। সরকারের বিভিন্ন স্তরে দুর্নীতি, বিশেষ করে স্থানীয় পর্যায়ে, সিপিআইতে অন্তর্ভুক্ত করা সম্ভব নয়। বাংলাদেশে দীর্ঘ সময় ধরে দুর্নীতির প্রতি সহনশীলতা গড়ে উঠেছে। সিপিআই বা আন্তর্জাতিক দুর্নীতির সূচক সেই বাস্তবতাকে প্রতিফলিত করতে পারে না। এর ফলে বাংলাদেশের জনজীবনে দুর্নীতির প্রকৃত চিত্র স্পষ্ট আরো ভয়াবহ।

প্রতিবেশী ভারতও আন্তর্জাতিক দুর্নীতি সূচকে পিছিয়েছে। ১৮০টি দেশের মধ্যে ২০২৩ সালের রিপোর্টে ভারতের অবস্থান ৯৩ তম। ২০২২ সালে ছিল ৮৫ তম। অর্থনৈতিক স্বচ্ছতা এবং অন্যান্য সূচকের ভিত্তিতে, ভারতকে অনেক দক্ষিণ এশীয় দেশ পেছনে ফেলে এগিয়ে রয়েছে, তবে পাকিস্তান (১৩৩) এবং শ্রীলঙ্কা (১১৫) ভারতের চেয়ে খারাপ অবস্থানে রয়েছে। বিশ্বের সবচেয়ে দুর্নীতিমুক্ত দেশ হিসেবে ডেনমার্ক শীর্ষে থাকার পাশাপাশি, স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো—ফিনল্যান্ড, নিউ জ়িল্যান্ড এবং নরওয়ে—এও তালিকায় শীর্ষে অবস্থান করছে।


একই ঘরনার সংবাদ
error: Content is protected !!
error: Content is protected !!